নারী দিবসে ক্যান্সার সচেতনতায় পদযাত্রা
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ মার্চ ২০২০, ২১:২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার ক্যান্সারবিরোধী ১০টি সংগঠনের জোট ‘মার্চ ফর মাদার’ সকাল দশটায় জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’র আয়োজন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
সমাবেশ শেষে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দিয়ে জোটের স্বেচ্ছাসেবকদের একটি দল পথচারীদের কাছে পৌঁছে দেবে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সহজ বাংলায় লেখা লিফলেট। লিফলেটে একটি কিউআর কোড থাকবে। স্মার্ট ফোনের স্ক্যানারের মাধ্যমে ভিডিও দেখা যাবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
পরে পদযাত্রাটি এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, ল্যাব এইড, ধানমণ্ডি, কলাবাগান, রাপা প্লাজা, আড়ং, আসাদ গেট হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গিয়ে শেষ হবে। স্বাস্থ্য অধিদফতর, জাতিসংঘের সংস্থা ইউএনএফপিএ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই কর্মসূচীতে সহায়তা করছে।