২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

করোনা ভাইরাস বিপর্যয় : বিলম্বিত হতে পারে মাটির নিচে বিদ্যুৎ লাইন স্থাপন

-

চীনে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে পরীক্ষামূলকভাবে রাজধানীর ধানমন্ডি এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন নেয়ার প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পরার কারণে চীনা ঠিকাদারদের দল উহানে আটকা পড়েছে। তাই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নির্ধারিত সময়ে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন নেয়ার পরীক্ষামূলক প্রকল্পের কাজ শুরু করতে পারেনি।

ডিপিডিসির সূত্র জানায়, এ প্রকল্পটির কাজ জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল।

প্রকল্প সংশ্লিষ্ট ডিপিডিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রকল্প নির্মাণ কাজের আদেশ পাওয়া চীন সরকার মনোনিত ঠিকাদার তাবিয়ান ইলেক্ট্রিক অ্যাপারেটাস (টিবিইএ) কোম্পানি লিমিটেডের পুরো দলটি উহানে আটকা পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এ কর্মকর্তা বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ভিত্তিভূমি উহানে টিবিইএ কার্যালয় বন্ধ রয়েছে এবং তাদের অফিস কবে খুলবে তা এখন অনিশ্চিত।

তিনি বলেন, চীনা এ কোম্পানির কয়েকজন কর্মকর্তা ঢাকায় আছেন। কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য ডিপিডিসির কর্মকর্তারা তাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগায়োগ রাখছেন।

বিষয়টি স্বীকার করে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান আশা করেন, করোনা ভাইরাস সমস্যার সমাধান হলে ঠিকাদারী প্রতিষ্ঠান খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু করতে পারবেন।

গত বছরের সেপ্টেম্বরে, রাজধানীতে বিতরণ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চীনের অর্থায়নে ২০ হাজার পাঁচ শ' কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য টিবিইএর সাথে ডিপিডিসি চুক্তি স্বাক্ষর করে।

এ প্রকল্পের আওতায়, রাজধানীতে ৪০টি উপকেন্দ্র স্থাপন করবে। এছাড়াও আগামী পাঁচ বছরের মধ্যে হাতিরঝিল লেক ও ধানমন্ডি আবাসিক এলাকার উচ্চক্ষমতাসম্পন্ন লাইনগুলো মাটির নিচ দিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।

ডিপিডিসির কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট প্রকল্পের অংশ হিসেবে ধানমণ্ডির সাত-মসজিদ রোড, মিরপুর রোড, সিটি কলেজ রোড এবং গ্রীণ হেরাল্ড স্কুল এলাকার ১০৫ কিলোমিটার জুড়ে থাকা সব ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে নেয়া হবে এবং ওইসব এলাকায় কোনো তার দেখা যাবে না।

কর্মকর্তারা জানান, ধানমণ্ডির পাইলট প্রকল্পের প্রয়োজনীয় সব উপাদান, যন্ত্রপাতি এবং সিস্টেম দেশে নিয়ে আসা হয়েছে এবং কাজ শুরু করে দেয়ার জন্য সবকিছু তৈরি আছে।

তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে কাজ বন্ধ রাখতে হচ্ছে জানিয়ে ডিপিডিসির এ কর্মকর্তা বলেন, এখন মনে হচ্ছে এ প্রকল্প বাস্তবায়নের কাজ আগামী বছর করতে হবে। কেননা, সরকার জনগণের দুর্ভোগ যাতে না হয় সে জন্য এ ধরনের কাজ শীতকালে বাস্তবায়ন করতে আগ্রহী।

তিনি বলেন, এধরনের কাজে ঢাকা ওয়াসা, ঢাকা সিটি কর্পোরেশন এবং অন্যান্য সেবা প্রধানকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্টতা দরকার পরে।

বিকাশ দেওয়ান বলেন, প্রকল্পের আওতায় বেশ কয়েকটি উপকেন্দ্রের ধারণক্ষমতাও বাড়ানো হবে।

তিনি উল্লেখ করেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হয়ে গেলে ১৩২ কেভি স্তরের ধারণক্ষমতার উপকেন্দ্রগুলো পাঁচ হাজার ৩৩০ এমভিএ এবং ৩৩ কেভির গুলো চার হাজার ৬৮০ এমভিএতে পৌঁছে যাবে।

চাইনিজ এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের কাজ করার জন্য চীনের এ ঠিকাদারকে বাছাই করে দিয়েছে ব্যাংকটি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব ‘প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে’ ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়লো সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির

সকল