বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরু
- অনলাইন প্রতিবেদক
- ২২ জানুয়ারি ২০২০, ১৩:৫৭, আপডেট: ২২ জানুয়ারি ২০২০, ১৪:০০
রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ফোর স্টার। আগামী ছয় মাসের মধ্যে বিজিএমইএ ভবন অপসারণ করতে প্রতিষ্ঠানটিকে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
ফোর স্টারের এমডি রাশেদ জানান, আগামী সোমবার থেকে শতাধিক শ্রমিক ম্যানুয়াল পদ্ধতিতে হাতুরি আর ড্রিল মেশিনের সাহায্যে বিজিএমইএ ভবন ভাঙ্গা হবে।
ভবন ভাঙ্গার সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
উল্লেখ্য, ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমইএ'র বর্তমান ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্প ক্যান্সারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।
রায়ে বলা হয়, ‘ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙ্গতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙ্গে ফেলতে নির্দেশ দেয়া হলো।’ পরে ভবন ছাড়তে উচ্চ আদালতের কাছে সময় চায় বিজিএমইএ। এরপর ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজউক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা