২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেসবুকে আজহারীর আবেগঘন স্ট্যাটাস

- ছবি: সংগৃহীত

ড. মিজানুর রহমান আজহারী দেশের জনপ্রিয় একজন ইসলামী বক্তা। সাম্প্রতিক সময়ে তার সুমধুর কণ্ঠে ওয়াজ শুনতে লাখো মানুষের সমাগম ঘটে। ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ সমাজ আজহারীতে যেন বুঁদ হয়ে আছেন। নানা প্রতিকুলতার মধ্যেও দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন ওয়াজ-মাহফিল করার জন্য।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড পেইজে তরুণদের উদ্দেশ্যে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী। স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

‘এ দেশের যুবকদের গায়ে আল কোরআনের বাতাস লেগেছে। ওদের হৃদয়ে লেগেছে কালামে পাকের হিমেল ছোঁয়া। তাই তো পঙ্গপালের মতো ওরা ছুটে আসছে আল কোরআনের মাহফিলগুলোতে। আমরা কি পারব ওদেরকে ধরে রাখতে? বেঁধে রাখতে হেরার আলোর সুতো দিয়ে? নাকি আমাদের কাঁদা ছোড়াছুড়ি আর নোংরামিতে ওরা মুখ ফিরিয়ে নেবে। আর গা ভাসাবে অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে?’

মহান আল্লাহর কাছে প্রার্থনা করে আজহারী লিখেন– ‘হে আরশের মালিক, আমাদের দুর্বলতা ও ব্যর্থতার কারণে সম্ভাবনার এ দ্বার যেন রুদ্ধ না হয়। আমরা যেন হেরে না যাই। শেষ পর্যন্ত যেন লড়ে যেতে পারি তোমার কোরআনের জন্য।’

একইদিন ফরিদপুরের শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সেখানেও তীব্র শীত উপেক্ষা করে লাখো মানুষ উপস্থিত হয় বক্তব্য শোনার জন্য।

এর আগে ১৫ জানুয়ারী বুধবার ফেনীর কাশিমপুরে তাফসির মাহফিলে বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী। সেখানে প্রায় দুই লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন

সকল