ক্লেমন নিয়ে এলো ‘ক্লিন ক্যাম্পাস-গ্রিন ক্যাম্পাস’ প্রতিযোগিতা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার বেভারেজ ব্র্যান্ড ‘ক্লেমন’ পরিবেশ দূষণ রোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে ফ্রেশ আইডিয়া সংগ্রহ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস আইডিয়া কন্টেস্ট’ শুরু করেছে। রাজধানীর আকিজ হাউজে ১০ ডিসেম্বর (মঙ্গলবার) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ প্রতিযোগিতায় বিজয়ী টিম পাবে নগদ ১ লাখ টাকা পুরস্কার এবং রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা। পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি তরুণদের আরো সচেতন করে তুলতেই ক্লেমনের এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম. মঞ্জুর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডকম লিমিটেড’র চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টস-এর সিইও খালেদ মাসুদ পাইলট।
আরো উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল আলিম মুন্সী, হেড অব অপারেশন আজম বিন তারেক, এজিএম মাইদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আব্দুল আজিজ-সহ আরো অনেকে।
উপস্থিত অতিথিরা সবাই এই উদ্যোগের প্রশংসা করেন এবং সবাই ইতিবাচক পরিবর্তন আশা করছে।
দেশের সনামধন্য প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিবছরই ভিন্নধর্মী সিএসআর (করর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ক্যাম্পেইন আয়োজন করে থাকে। বরাবরের মতো এই ক্যাম্পেইনটিতেও থাকবে নতুনত্ব, যেখানে অংশগ্রহণ করতে পারবে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস কিভাবে পরিষ্কার রাখতে পারে সেই ব্যাপারে তাদের ভিন্নধর্মী প্ল্যান শেয়ার করবে এই প্রতিযোগিতায়। সবচেয়ে কার্যকরী ও ভিন্নধর্মী আইডিয়াদাতা টিম হবে বিজয়ী এবং পাবে নগদ ১ লাখ টাকা পুরস্কার, রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা। পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি তরুণদের আরো সচেতন করতে এবং আগ্রহী করে তুলতেই ক্লেমনের এই আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য তিন সদস্যের একটি টিম গঠন করতে হবে। ক্যাম্পেইনের যাবতীয় নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রম রয়েছে ক্লেমনের ফেসবুক পেজে। এছাড়াও ক্যাম্পেইনের যাবতীয় নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রমের প্রচার-প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এই উদ্যোগের জন্য আকিজ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম.মঞ্জুর হোসেন বলেন, ‘এই উদ্যোগ একদিকে যেমন পরিস্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যস্থাপনায় গুরুত্ব দিতে উদ্বুদ্ধ করবে ঠিক একইভাবে সৃজনশীলতাকেও জাগিয়ে তুলবে। একটি শহর ও পুরো দেশকে পরিস্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কারও একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে কিছু উদ্ভাবনীয় পদ্ধতি বের করতে হবে এবং পুরো দেশে তা ছড়িয়ে দিতে হবে। এই ধরনের উদ্যোগের সাথে সিটি করর্পোরেশন সবসময় পাশে থাকবে’-জানান তিনি।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল আলিম মুন্সী বলেন, ‘এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণদের মুক্ত চিন্তার উন্মেষ ঘটবে এবং এই প্রতিযোগিতা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অনুপ্রাণিত করবে বর্তমান প্রজন্মকে। পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করতে পেরে আমরা আমাদের দায়িত্ব পালন করছি বলে মনে করি এবং আমার বিশ্বাস এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা