২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৩৫ হাজার টাকা মাসিক ভাতা চাই‌লেন মু‌ক্তি‌যোদ্ধারা

৩৫ হাজার টাকা মাসিক ভাতা চাই‌লেন মু‌ক্তি‌যোদ্ধারা - ছবি : নয়া দিগন্ত

৩৫ হাজার টাকা মাসিক ভাতা করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আ‌য়ো‌জিত এক সমা‌বে‌শে‌ তারা এসব দা‌বি জানান।

সমাবেশে টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর সহ কয়েকটি জেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা যেসব সুযোগ-সুবিধা ভোগ করছেন আমরা তা থেকে বঞ্চিত। অথচ তাদের মত আমরাও একইভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও অবদান রে‌খে‌ছি। কিন্তু তাদের মতো আমরা সেসব সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের ১০ দফা দাবি পুরণ করে মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করুক।

দাবীকৃত তাদের ১০ দফা হচ্ছে

মুক্তিযোদ্ধার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়নের মাধ্যমে গেজেট প্রকাশ করে পরিচয়পত্র প্রদানের মাধ্যমে সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ৩৫ হাজার টাকা করার ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের জন্য নিজ নিজ বসতভিটায় সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রীয় খরচে মানসম্মত বাসস্থানের ব্যবস্থা করা এবং রেশনের ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের জন্য বিনা সুদে ৩০ লাখ টাকা ব্যাংক ঋণের ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের সরকারি খরচে সকল সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি বিভাগীয় শহরে কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের খাজনা, পৌরকর, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি মওকুফ করে দেয়া। সেই সাথে সকল প্রকার যানবাহনে বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু প্রদত্ত ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা; সকল মুক্তিযুদ্ধাকে যথাশীঘ্র সম্ভব সরকারি খরচে পবিত্র হজ্বব্রত পালনের ব্যবস্থা করা; ১ডিসেম্বরকে 'বীর মুক্তিযোদ্ধা দিবস' হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়া।

যথাসম্ভব 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ' এর সর্বস্তরের নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যবস্থা গ্রহণ। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গণে আমরা প্র‌তিজন মু‌ক্তি‌যোদ্ধা সমানভাবে অংশগ্রহণ ও অবদান রাখলেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ন্যায় সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা চাই সব মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সুবিধা সমান করা হউক। প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাই তি‌নি আমাদের ১০ দফা দাবি পূরণ করে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখবেন।


আরো সংবাদ



premium cement

সকল