২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাটি বিক্রি করেই চলে জহিরের সংসার

মাটি বিক্রি করেই চলে জহিরের সংসার - ছবি : নয়া দিগন্ত

মাটি বিক্রি! হ্যাঁ মাটিই বিক্রি করেন জহিরুল ইসলাম। এই টাকাতেই চলে তার পুরো সংসার। এটিই তার পেশা। নার্সারিতে চারা রোপনের জন্য পলি মিশ্রিত উর্বর মাটি কিনে এনে তা খুচরা বিক্রি করেন তিনি। প্রতিদিন যা রোজগার হয় তা দিয়েই চলে তার সংসার।

জহিরুল থাকেন রাজধানীর আগারগাঁও এলাকায়। স্ত্রী আর দুই মেয়ে নিয়ে চারজনের সংসার জহিরুলের। দৈনিক তিন থেকে চার শ’ টাকা রোজগার করেন তিনি। মাটি বিক্রির এই টাকাতেই কোনোমতে চলে যায় জহিরুলের সংসারের খরচ।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে একটু পশ্চিমে রাস্তার উত্তর পাশে ফুটপাতে দেখা গেল জহিরুল ছোট ছোট প্যাকেটে করে মাটি বিক্রি করছেন। এই মাটির প্রধান খরিদদার নার্সারির মালিক ও সৌখিন বৃক্ষপ্রেমীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ফুটপাতে নানা প্রজাতির গাছের চারা বিক্রি হয়। এসব অস্থায়ী নার্সারিতেও জহিরুল নিয়মিত মাটি বিক্রি করেন। এছাড়া নগরীর বিভিন্ন স্থায়ী নার্সারিতেও অনেক সময় জহিরুল চুক্তিতে মাটি সরবরাহ করেন। প্রায় ১৮ বছর ধরেই মাটি বিক্রি করেই চলছে তার সংসার।

নয়া দিগন্তের এই প্রতিবেদককে জহিরুল জানান, শুধু মাটি বিক্রি করে এখন তার সংসার চলতে চায় না। আগে দু’জনের সংসার ছিল। এখন ঘরে তার দু’টি কন্যা সন্তান। এরা দুজনেই এখন স্কুলে যায়। আগারগাঁওয়ের একটি স্কুলে বড় মেয়ে পড়ে ক্লাস ওয়ানে আর ছোট মেয়ে পড়ে শিশু শ্রেণিতে। আগের তুলনায় খরচও বেড়েছে অনেক। তাই মাটি বিক্রির পাশাপাশি কয়েক বছর আগে জহিরুল আগারগাঁয়ের গ্লোবাল স্কুলের পাশে নিজেই গড়ে তুলেছেন একটি নার্সারি। মাটি বিক্রির পাশাপাশি এখানে তিনি মৌসুমভিত্তিক বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিক্রি করেন। ফলে আয় ইনকামও কিছুটা বেড়েছে।

জহিরুল আরো জানান, সপ্তাতে দু’দিন তিনি আমিনবাজার থেকে ট্রাক হিসেবে পাইকারি দামে মাটি কিনে আনেন। পরে ওই মাটিতে গোবর ও অন্যান্য কিছু জৈবসার মিশিয়ে গাছ লাগানোর উপযোগী করে তোলেন। পরে ওই মাটি বিভিন্ন আকারের প্যাকেটে বা বস্তায় করে নগরীর বিভিন্ন অস্থায়ী ফুটপাতের নার্সারিতে বিক্রি করেন।

এই মাটি কোথা থেকে সংগৃহিত হয় এমন প্রশ্নের জবাবে জহিরুল জানান, প্রধানত নিচু এলাকার ফসলি জমি থেকেই পলি মিশ্রিত এই দো’আশ মাটি পাইকারেরা সংগ্রহ করে নিয়ে আসেন আমিনবাজারে। সেখান থেকেই তার মতো অনেকেই মাটি কিনে এনে খুচরা বিক্রি করেন।

মাটির দাম নির্ধারিত হয় বিভিন্ন সাইজের প্যাকেটের ওপর নির্ভর করে। প্যাকেটের সাইজও নানা ধরনের। একেবারে ছোট প্যাকেট হলে তার সাইজ ধরা হয় ৬। এভাবে একটু বড় হলে ৮, ১০, ১২, ১৫। বড় প্যাকেট হলে তাকে বলা হয় বস্তা। ৫০ কেজি ওজনের সিমেন্টের একটি বস্তায় ভরা মাটি খুচরা বিক্রি হয় এক শ’ টাকায়। ছোট প্যাকেটের মাটির মূল্য ১০ টাকা শুরু করে ৫০ টাকা পর্যন্ত ।

মাটি বিক্রির বড় একটি বাজার ছিল হাইকোর্টের দক্ষিণ গেট ও দোয়েল চত্বর এলাকার রাস্তার দুপাশের নার্সারিগুলোতে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে মেট্টো রেলের কাজের জন্য অনেক নার্সারি তুলে দেয়া হয়েছে। ফলে ইদানিংকালে জহিরুলের মাটি বিক্রির বাজারও সংকুচিত হয়েছে। তবে আগারগাঁও, মিরপুর-১০, বনানী ও মোহাম্মদপুর এলাকায় বেশ কিছু বড় বড় নার্সারিতে মাটি বিক্রির বড় বাজার রয়েছে বলেও জানান তিনি।

মিরপুর-২ নম্বরে জহিরুলের কাছে মাটি কিনতে এসেছেন ফাহিমা আক্তার নামের এক গৃহিনী। তিনি জানান, শখ করে বাসার ছাদে টবের মধ্যে তিনি বেশ কিছু গাছের চারা লাগিয়েছেন। কিন্তু চারাগুলো লালচে হয়ে যাচ্ছে, বড়ও হচ্ছে না। তাই টবের মাটি পরিবর্তন করে নতুন মাটি ব্যবহার করতে চান তিনি। নতুন মাটিতে গোবর আর জৈবসার মিশ্রিত করে ব্যবহার করা হলে নতুন করে চারাগুলো প্রাণ ফিরে পাবে বলে তার ধারণা। এক বস্তা মাটি তিনি জহিরুলের কাছ থেকে এক শ’ টাকায় কিনে নিলেন।


আরো সংবাদ



premium cement
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন

সকল