০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নয়া দিগন্তের কাজ সত্যিই অনুকরণীয় : রুহুল আমিন গাজী

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি রুহুল আমিন গাজী বলেন, নয়া দিগন্তের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি নয়া দিগন্তের পাঠক যারা নয়া দিগন্ত পরিচালনা করছেন এবং বিশেষ করে নয়া দিগন্তে ত্যাগ স্বীকার করে যারা কাজ করছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, সত্যের সাথে প্রতিদিন এই স্লোগান নিয়ে নয়া দিগন্ত নানা নীতিমালা ও আইনের বেড়াজালে আবদ্ধ থেকেও যেভাবে গণতন্ত্রের পক্ষে মানুষের মৌলিক অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে সত্যি তা অনুকরণীয় দৃষ্টান্ত।

অনেকে অনেক সময় বলেন নয়া দিগন্তের আমাদের মনের কথা আরো লেখা দরকার। কিন্তু তারা হয়তো জানেন না নয়া দিগন্ত কি রকম চাপের মুখে কাজ করতেছে।

তিনি বলেন, আজকে একটি গোষ্ঠী যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করো না তারা নয়া দিগন্তকে নানান ভাবে আষ্টেপিষ্টে বেঁধে হত্যার চেষ্টা করছে।

তারা নয়া দিগন্তকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে, তারা নয়া দিগন্তকে বিলির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, নানান ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বলি অন্ধকারের পরেই সূর্য উদয় হয়। ভোর হবেই রাত বিতাড়িত হবে। ইনশাল্লাহ নয়া দিগন্ত সত্যের সাথে প্রতিদিন যে লড়াই করে যাচ্ছে এই সত্য একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং কেউ তা করতে পারবে না। এবং নয়া দিগন্ত তার চেষ্টা ও সংগ্রাম অব্যাহত রাখবে এটাই আমার প্রত্যাশা।


আরো সংবাদ



premium cement