২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৪৯৫ কেজি ইলিশসহ ১৬৮ জেলে আটক, ৯০ জনকে সাজা

-

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিট ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৬৮ জেলেকে আটক করেছে। তাদের কাছ থেকে ২৪৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এরমধ্যে নৌ পুলিশ ১৯০০ কেজি ইলিশ মাছসহ ১৪৭ জেলেকে এবং কোস্ট গার্ড ৫৯৫ কেজি ইলিশসহ ২১জন জেলেকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে ৯০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা, ৩৯ জনকে জরিমানা এবং বাকিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার নৌ পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু এবং কোস্ট গার্ড সদর দপ্তরের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু জানান, সারাদেশে ১৪৭ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৬ লাখ ৬৭ হাজার ৬৮০ মিটার জাল, ১০টি নৌকা ও ১৯০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদীতে গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ৫ লাখ ৪১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ৫৯৫ কেজি ইলিশ মাছসহ ২১ জন জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ইলিশ মাছগুলো স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন রোধে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষেধ করেছে সরকার। এ সময় আইনানুযায়ী সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ এবং কেনা বেচার নিষিদ্ধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল