২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

২৪৯৫ কেজি ইলিশসহ ১৬৮ জেলে আটক, ৯০ জনকে সাজা

-

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিট ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৬৮ জেলেকে আটক করেছে। তাদের কাছ থেকে ২৪৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এরমধ্যে নৌ পুলিশ ১৯০০ কেজি ইলিশ মাছসহ ১৪৭ জেলেকে এবং কোস্ট গার্ড ৫৯৫ কেজি ইলিশসহ ২১জন জেলেকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে ৯০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা, ৩৯ জনকে জরিমানা এবং বাকিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার নৌ পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু এবং কোস্ট গার্ড সদর দপ্তরের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু জানান, সারাদেশে ১৪৭ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৬ লাখ ৬৭ হাজার ৬৮০ মিটার জাল, ১০টি নৌকা ও ১৯০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদীতে গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ৫ লাখ ৪১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ৫৯৫ কেজি ইলিশ মাছসহ ২১ জন জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ইলিশ মাছগুলো স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন রোধে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষেধ করেছে সরকার। এ সময় আইনানুযায়ী সারা দেশে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ এবং কেনা বেচার নিষিদ্ধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
অবৈধ টাকা হালাল করতে মেয়র শেখ তাপস হয়ে যান ‘মৎস্যচাষি’ আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ’র প্রতিক্রিয়া দেশের সুবিধা বঞ্চিত শিশুকে আমরা সম্পদ হিসেবে গড়ে তুলব : দেলাওয়ার হোসেন আ’লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে চায় বিএনপি : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা পটুয়াখালীতে আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি বনশ্রীর স্কুল অফ দ্য নেশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী পূর্ণপ্যানেল জয়ী হারানো সম্মান, চাকরি ও ক্ষতিপূরণ চান মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত : উপদেষ্টা নাহিদ ভোরের কাগজ খুলে দেয়ার দাবিতে কর্মীদের অবস্থান কর্মসূচি

সকল