টাংগুয়ার হাওর থেকে ভারতীয় ৩৯টি গরু আটক
- তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা
- ১৮ অক্টোবর ২০১৯, ১৪:৩৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে ভারতীয় ৩৯টি গরু পাচাঁরের সময় নৌকাসহ একজন আটক করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ। আটক গরু গুলোর মূল্য প্রায় ১১লাখ টাকা। আটক ব্যাক্তির নাম শফিক মিয়া। তিনি জেলার ধর্মপাশা উপজেলার জালাল উদ্দিন।
জানায়, উপজেলার ট্যাকেরঘাট,বড়ছড়া,চাঁনপুর,বারেকটিলা দিয়ে অবৈধ ভাবে আসা গরুর চালান নিয়ে টাংগুয়ার হাওরের মাঝ দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ধর্মপাশা উপজেলায় যাচ্ছে এসময় খবর শুনে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চায আবু মুসার সহযোগীতার নৌকা ও গরুসহ একজনকে আটক করেন।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চায আবু মুসা জানান,গরু গুলোর মালিক পাওয়া যায় নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ জানান,আটক গরু গুলো কাসষ্টম,বিজিবিসহ আমরা অপেন টেন্ডার দিব।