পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি
- অনলাইন প্রতিবেদক
- ০২ অক্টোবর ২০১৯, ১৬:৫৭
বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।
হকার্স নেতারা বলেন, রাজধানীতে হকারদের গ্রেফতার ও হয়রানি বন্ধসহ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ করে তাদের ব্যবসার করার সুযোগ দিতে হতে।
সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই হকার আছে। উচ্ছেদ করলে তারা কী খাবে? তাই ফুটপাতে হকারদের বসতে দিতে হবে।
তারা বলেন, আমরা সবসময় বিভিন্ন মহলের নির্যাতন সহ্য করে ব্যবসা করে আসছি। কোনো ব্যবস্থা না করে এভাবে অন্যায়ভাবে উচ্ছেদ করলে হকাররা ঘরে বসে থাকবে না। হকারদের কোনো অবস্থাতেই উচ্ছেদ করা চলবে না। তাদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। কষ্টার্জিত উপার্জন দিয়ে কোনো রকমে জীবন ধারণ করেন তারা। এদের ওপর হামলা মামলা নির্যাতন বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, হকাররা যেন পরিবার নিয়ে খেয়ে পরে বাঁচতে পারেন, সেই মানবিক দিক বিবেচনা করে বিকল্প কর্মসংস্থানের আগ পর্যন্ত দুপুর ১২ টা থেকে ফুটপাথের এক-তৃতীয়াংশে যেন হকারদের বসতে দেয়া হয়
একই সময় হকার্স নেতারা বলেন, হকারদের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহে আলম বলেন, হকারদের পুর্নবাসন না করে উচ্ছেদের কাজ বাদ দিতে হবে। গরিব মানুষের পেটে লাথি না মেরে যারা দুর্নীতিবাজ হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে -তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি আরো বলেন, ফুটপাত হকার উচ্ছেদ করছেন কিন্তু ফুটপাত থেকে গরিব মানুষ জিনিসপত্র কিনেন। তাদের বড় বড় শপিংমল থেকে কেনাকাটা করার সামর্থ নেই। ফুটপাতের হকার উচ্ছেদ করলে তারা কিভাবে কেনাকাটা করবে? তারা বস্তিতে থাকেন, তাদের বাসস্থান জ্বালিয়ে দিবেন না।
একই সময় হকার্স ইউনিয়নের নেতারা আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আবার বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসেম কবীর, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, উপদেষ্টা হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।