২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেতৃত্ব বিকাশে কাজ করছে জিএইচআরপি

-

একটি প্রতিষ্ঠানের উন্নতি ও অগ্রগতির পেছনে ভূমিকা রাখেন একজন নেতা। তিনি হতে পারেন মালিক, মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা অথবা কোনো বিভাগের প্রধান। তবে তার মধ‌্যে নেতৃত্বের বিকাশ না হলে প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি পিছিয়ে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে নেতৃত্ব বিকাশ ঘটাতে কাজ করছে অ‌্যালায়েন্স অব গ্রীন এইচআর প্রফেশনালস বাংলাদেশ (জিএইচআরপি)।

শুক্রবার ইউনাইটেড ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ফাইভ সিক্রেট টু ইউর লিডারশিপ ডেভলপমেন্ট শীর্ষক লার্নিং সেশনের আয়োজন করে জিএইচআরপি। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, কিউ পয়েন্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এইচ. আর দারা সোহাইল, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসেন, ইউআইইউ’র আইবিইআরের পরিচালক অধ‌্যাপক এইচ. আর জোয়ারদার প্রমুখ।

সেশনটি সঞ্চালনায় ছিলেন একেএম মশিউর রহমান। লার্নিং সেশনের সভাপতিত্ব করেন জিএইচআরপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রওশন আলী বুলবুল। ফাইভ সিক্রেট টু ইউর লিডারশিপ ডেভলপমেন্ট শীর্ষক লার্নিং সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব‌্য দেন ফিউচার লিডারের প্রতিষ্ঠাতা ও সিইও কাজী এম. আহমেদ।

এর আগে গত ২৩ আগস্ট জিএইচআরপি ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ‌্যালয়ে উইনোভেট এইচআর টুয়ার্ডস গ্রীণ ইন বাংলাদেশ শীর্ষক এক শিক্ষামূলক অধিবেশনের আয়োজন করেছিল।

সৈয়দ এইচ. আর দারা সোহাইল বলেন, নেতা হতে হলে আত্মউৎসর্গ হওয়ার মনসিকতা থাকতে হবে। তা না হলে তিনি নেতা হতে পারবেন না। ২০০০ সালের আগে এইচআর বিষয়টি খুব একটা ছিল না। এখন বিষয়টি বিস্তৃতি পেয়েছে। দক্ষকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান এইচআর বিভাগের সহযোগীতা নিচ্ছে। তাই কীভাবে দক্ষ এইচআর তৈরি করা যায় সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।

এস এম জাহিদ হাসান বলেন,‘নেতা হতে হলে নৈতিকভাবে সুদৃঢ় হতে হবে। নৈতিকতা না থাকলে কেউ নেতা হতে পারবে না।’ মো. মোশারফ হোসেন বলেন, গ্রীন এইচআর প্রফেশনালস বাংলাদেশ নতুন দিনের নেতৃত্ব তৈরিতে কাজ করছে। আমি তাদের সফলতা কামনা করছি। অধ‌্যাপক এইচ আর জোয়ারদার বলেন, অনুশীলন ও প্রশিক্ষণ যুবকদের উন্নয়নে সাহায‌্য করে। দক্ষ মানব সম্পদ ও নেতৃত্বের গুণবলি থাকলে তাদের অগ্রযাত্রায় কোনো বাধা আসবে না। আমাদের সহযোগীতা করার জন‌্য জিএইচআরপিকে ধন‌্যবাদ। রওশন আলী বুলবুল বলেন, আমাদের মূলনীতি হলো স্বপ্ন, মূলবোধ, দেশপ্রেম ও নেতৃত্ব। আমরা দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষে কাজ করছি। এর অংশ হিসেবে প্রতি শুক্রবার সংগঠনের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠকির আয়োজন করা হয়। এবার আমরা লার্নিং সেশন বা শিক্ষামূলক অধিবেশনের আয়োজন করেছি। ইউনাইটেড ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সির আগে আমরা ইস্টার্ন ইউনিভার্সিটিতেও একটি শিক্ষামূলক অধিবেশন সফলভাবে সম্পন্ন করেছি। ভবিষ্যতে অন‌্যান‌্য বিশ্ববিদ‌্যালয়ে এ ধরনের আরো সেশনের আয়োজন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement