০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

ফাহাদের পাশে এলিগেন্ট

ফাহাদের পাশে এলিগেন্ট - সংগৃহীত

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে ভারতে অনুষ্ঠিতব্য বেশ কয়টি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে এসেছে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি।
সাইফ স্পোটিং ক্লাবের এই উদীয়মান তারকাকে রোববার দুপুরে এলিগেন্টের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

ফাহাদ ভূবেনেশ্বরে ১২তম কিট আন্তর্জাতিক চেস ফেস্টিভাল ও মুম্বাই মেয়র কাপ টুর্নামেন্টসহ বেশ কিছু টুর্নামেন্টে অংশ নেবেন।
এর আগে এলিগেন্ট ২০১৬ সালে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে আমেরিকার গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট জন্য, ২০১৭ সালে উজবেকিস্তানে ওয়েস্টার্ণ এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুমকে এবং চলতি বছর শ্রীলঙ্কায় এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে নাইম হককে পৃষ্ঠপোষকতা করেছে।

এলিগেন্টের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একাডেমিতে শুধু প্রশিক্ষণই দেই না। এর পাশাপাশি বিভিন্ন সময় তারকা দাবাড়ু থেকে শুরু করে প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় দাবাড়ুদেরও দেশের বাইরের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা করে আসছি।

 


আরো সংবাদ



premium cement