২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৮ ঘন্টা লাইনে দাড়িয়ে টিকিট পেয়েছেন কনক

১৮ ঘন্টা লাইনে দাড়িয়ে টিকিট পেয়েছেন কনক - নয়া দিগন্ত

দীর্ঘ ১৮ ঘন্টা লাইনে দাড়িয়ে অপেক্ষার পর টিকিট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কনক। টিকিট পেয়ে যেন চাঁদকেই হাতে পেয়েছেন তিনি। কনক জানালো, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি এবার ঈদে পঞ্চগড়ে গ্রামের বাড়িতে যাবেন। চারটি টিকিট কিনেছেন কনক। মঙ্গলবার বিকেল ৩টা থেকে তিনি কমলাপুরে এসে লাইনে দাড়িয়ে অপেক্ষায় ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টায় টিকিট হাতে পেয়ে খুব খুশি হয়েছেন তিনি।

ট্রেনের অগ্রিম টিকিটের জন্য কমলাপুরে রাত জেগে অপেক্ষায় রয়েছেন অনেকেই। তারা জানান, ঈদে বাড়ি ফেরার টিকিট যেন সোনার হরিণ। বিশেষ করে ট্রেনের টিকিট যেন আরো দুস্প্রাপ্য। তাই কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য আগের রাত থেকেই অপেক্ষায় আছেন অনেকে। বুধবার সকাল ৭টায় কমলাপুরে গিয়ে দেখা গেল কয়েক হাজার টিকিট প্রত্যাশী লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন। কোনো ফ্যানের ব্যবস্থা না থাকায় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

এদিকে সকাল ৮ টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কিছু জটিলতার কারনে ৯ টায় টিকিট বিক্রি শুরু হয়। ঢাকার কমলাপুর থেকে দেশের পশ্চিমাঞ্চলের (ভায়া যমুনা সেতু) অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।

কমলাপুরে পুরুষদের জন্য ৬ টি মহিলা ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেয়ার ব্যাবস্থা রাখা হয়েছে। এছাড়া বিশেষ পাসধারী ব্যক্তিদের জন্যও একটি কাউন্টার খোলা হয়েছে।


আরো সংবাদ



premium cement