১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী হাফেজের কৃতিত্ব

- ছবি : নয়া দিগন্ত

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন আরেক বাংলাদেশী হাফেজ। তার নাম আলী হাসান। কাতারের দোহায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই হাফেজ তৃতীয় স্থান অধিকার করেছেন।

হাফেজ আলী হাসানের শিক্ষক ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী এই তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মিসরের শায়খ আহমদ আল মিসরয়ী, কাতারের স্থানীয় উলামায়ে কেরাম ও সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূর্ণ কুরআন মুখস্থ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশী কিশোর হাফেজ আলী হাসান ঠাকুরগাঁওয়ের হাফেজ আকমল হোসেনের ছেলে।

 

আরো দেখুন : কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশী হাফেজের সৌদি গমন
০৫ অক্টোবর ২০১৮, ০০:০০
যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী ও তার ছাত্র হাফেজ হুসাইন আহমাদ সৌদি আরব গেছেন। গত বুধবার রাতে তারা মক্কা আল মুকাররামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। হাফেজ নেছার আহমাদ তার ছাত্রকে নিয়ে মক্কা-মদিনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন।

যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার এই হিফজুল কুরআন মাদরাসাটি আন্তর্জাতিক মান সম্পন্ন। এখানকার ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকারসহ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই মাদরাসার ছাত্ররা ইতোমধ্যে সৌদিআরবে সাতবার, মিসরে তিনবার, আলজেরিয়ায় দুইবার, লিবিয়ায় একবার, ইরানে পাঁচবার, কুয়েতে দুইবার, কাতারে একবার, গাম্বিয়ায় একবার, বাহরাইনে দুইবার, দুবাইয়ে তিনবার ও জর্দানে ছয়বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।

এ ছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এনটিভি, বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা টিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। এবারের কুরআন প্রতিযোগিতায়ও যাতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জিত হয় সেজন্য হাফেজ কারি নেছার আহমাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 


আরো সংবাদ



premium cement