বিস্ফোরণ হামলায় প্রাণে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী
- ০৯ মার্চ ২০২০, ১৭:০০, আপডেট: ০৯ মার্চ ২০২০, ১৭:৩৪
প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক। সোমবার সুদানের রাজধানীর খার্তুমে বিস্ফোরণ হামলা থেকে বেঁচে যান বলে সুদানিজ রাষ্ট্রীয় মিডিয়া মাধ্যম বিষয়টি জানিয়েছে।
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে করা ওই বিস্ফোরণের পর তিনি নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর পরিবার। তবে, তাৎক্ষণিকভাবে কাউকে এই হামলার জন্য দায়ী করা হয়নি।
গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট ওমর আল বাশরকে সরিয়ে গত বছর ২২ আগস্ট আব্দুল্লাহ হামদক বেসামরিক নেতৃত্বাধীন সরকার গঠন করেন। তখন সামরিক জেনারেলরা দেশটির কার্যত শাসক হিসেবে ছিলেন এবং বেসামরিক নেতৃত্বাধীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তারা সামান্যেই আগ্রহ প্রকাশ করেছিলেন।