২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী নিষেধাজ্ঞা সুস্পষ্ট সন্ত্রাসবাদ : রুহানি

বুধবার তেহরানে শ্রেষ্ঠ বই প্রকাশকদের পুরস্কার প্রদানের এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি - সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞাকে সুস্পষ্ট সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সব ধরনের আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন এবং জাতিসঙ্ঘের প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে শ্রেষ্ঠ বই প্রকাশকদের পুরস্কার প্রদানের এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় ইরানে ওষুধ আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, আমেরিকার এই সন্ত্রাসবাদী আচরণের কথা বই আকারে প্রকাশ করে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।

ইরানের ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি বলে মার্কিনীরা যে দাবি করছে তাকে ডাহা মিথ্যা বলে জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানের ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কার্যত সব ধরনের পণ্য আমদানির পথ আটকে দিয়েছে এবং এটি সুস্পষ্ট সন্ত্রাসবাদ।

তবে আমেরিকার ইরান-বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও জানান হাসান রুহানি। তিনি বলেন, সব ধরনের চাপ, নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্র সত্ত্বেও চলতি ফার্সি বছরের বিগত ১০ মাসে ইরান বিভিন্ন দেশের সঙ্গে ৭২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে। বিষয়টিকে তিনি তার সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করেন। সূত্র : পার্সটুডে।


আরো সংবাদ



premium cement
যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা! আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

সকল