২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ

ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ - আল-জাজিরা

ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল সাঈদ। তিনি দেশটির সাবেক সংস্কৃতি মন্ত্রী ছিলেন। দেশটির সদ্য পরলোকগত সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের চাচাতো ভাই তিনি। আল-জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম আল-ওয়াতান ও আল-রয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শনিবার দেশটির নতুন সুলতান হিসেবে শপথ নিবেন হাইথাম।

তবে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সুলতান কাবুস ১৯৭০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ওমানের ক্ষমতায় আসেন। এরপর দীর্ঘ ৫০ বছর ধরে ওমান শাসন করেছেন তিনি। তার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।

কাবুসের মৃত্যুর পর রীতি অনুসারে তার উত্তরসূরী হিসেবে হাইথাম বিন তারিক আল সাঈদকে নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়।

সুলতান হওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন সদ্যপ্রয়াত সুলতান কাবুসের তিন চাচাতো ভাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাঈদ, উপ-প্রধানমন্ত্রী তারিক আল সাঈদ ও সাবেক নৌকমান্ডার সিহাব বিন তারিক আল সাঈদ। তবে শেষ পর্যন্ত হাইথাম বিন তারিক সুলতান হিসেবে নির্বাচিত হলেন।

উল্লেখ্য, সন্তান কিংবা ভাই না থাকায় ২০১১ সালে নিজের উত্তরাধিকার ঘোষণার জন্য দেশের উত্তরাধিকার প্রক্রিয়া সংশোধন করার উদ্যোগ নিয়েছিলেন কাবুস আল সাঈদ।


আরো সংবাদ



premium cement
দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি হাসিনাপুত্র জয়ের ছেলে আর ফিরবে না জেনেও ‘হালুয়া’ বানিয়ে অপেক্ষায় থাকেন মা জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

সকল