২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নির্বোধ আচরণ করেছে যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ

- সংগৃহীত

শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপপ্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ সেনা ও কমান্ডার নিহত হন।

এদিকে মার্কিন বাহিনীর হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর এ বিষয়ে মুখ খুলেছে ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। জেনারেল কাসিম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র নির্বোধের মতো আচরণ করেছে বলে উল্লেখ করেছেন লেবাননের হিজবুল্লাহ বাহিনীর উপপ্রধান শেখ নাইম কাসেম।

হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসেম রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইরানের দূতাবাসে শোক জানাতে যান। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরান ও তার মিত্রদের আরো শক্তিশালী করবে। কাসেম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সামনে বুঝতে পারবে যে তার হিসাবে ভুল ছিল। সূত্র : ডয়চে ভেলে।


আরো সংবাদ



premium cement