মার্কিন সেনা উৎখাতে ইরানপন্থীদের সাথে হাত মেলাতে ইচ্ছুক সদর
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২০, ১০:০৯
ইরাক থেকে মার্কিন সেনাদের উৎখাত করতে ইরানপন্থী মিলিশিয়াদের সাথে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর। সোমবার নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে রাজনৈতিক ও বৈধ উপায়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইরাক ও সিরিয়ায় কাতায়েব হিজবুল্লাহর সশস্ত্র দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর এমন ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার ইরাকের সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার দুই দিন পরে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরাকের নিরাপত্তা ও মিলিশিয়া সূত্রগুলো বলেছে, ইরাকে মার্কিন ওই হামলায় কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৫ জন। ইরাক এই মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই হামলা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। এর ফলে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী আবেল আবদেল মাহদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযান ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরান হামলাটিকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে। অবশেষে সোমবার ইরাকের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা সদর দেশটি থেকে মার্কিন সেনাদের উৎখাত করার কথা জানিয়েছেন। সূত্র : রয়টার্স।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা