বিপুলসংখ্যক 'জাস্ক' ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান; বসানো হবে সব সাবমেরিনে
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৮
ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, ইরানের প্রতিটি সাবমেরিনে 'জাস্ক' ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বাড়বে বলেও তিনি জানান।
খানযাদি আরো বলেছেন, সাবমেরিনে জাস্ক ক্ষেপণাস্ত্র বসানোর ফলে যুদ্ধ সক্ষমতা বাড়বে এবং এরইমধ্যে 'জাস্ক-৩' ক্ষেপণাস্ত্র নির্মাণের পরিকল্পাও হাতে নেয়া হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল খানযাদি আরো জানিয়েছেন, আগামী মাসে ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে ইরান। সাগরের নিরাপত্তা বাড়াতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে তিনি কয়েকটি নতুন নৌ সরঞ্জামের উদ্বোধন করেন।
সূত্র : পার্স টুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা