ইরানে বিক্ষোভে নিহত শতাধিক!
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০১৯, ২২:১৭
ইরানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১০৬ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, বিভিন্ন ঘটনার ছবি, ভিডিও ও প্রত্যক্ষদর্শদের মাধ্যমে এ তথ্য পেয়েছে। সংস্থাটি বলছে, প্রকৃত নিহতের সংখ্য আরো বেশি হতে পারে, এমনকি দুইশ ছাড়িয়ে যেতে পারে।
মঙ্গলবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানায়, ছাদ থেকে রাস্তায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর গুলি করা হয়েছে। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। বিক্ষোভকারীদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি দাফন করা হয়েছে বলেও অভিযোগ অ্যামনেস্টির।
ইরানে জ্বালানির মূল্য অন্তত ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণার পর শুক্রবার থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদকারীরা না থামলে ‘চূড়ান্ত’ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সোমবার সতর্ক করেছিল ইরানের রেভোল্যুশনারি গার্ড বাহিনী। এ হুমকির একদিন পর মঙ্গলবার প্রতিবাদের মাত্রা হ্রাস পেয়েছে বলে জানান এক ইরানি কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা