২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিক্ষোভের মুখে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

-

টানা দুই সপ্তাহের উত্তাল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার রাতে তিনি পদত্যাগ করার কথা জানান। এর আগে টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে সাদ হারিরি বলেন, দেশে অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা। এদিনই তিনি প্রেসিডেন্ট মিশেল ওউনের সাথে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

অক্টোবরের মাঝামাঝি থেকে হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ লেবাননে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এই প্রতিবাদের সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক সংকট, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের পুঞ্জিভূত ক্ষোভ।

তিন বারের প্রধানমন্ত্রী সাদ হারিরি চলতি মেয়াদে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। বর্তমান মেয়াদে দুই বছরের কিছু সময় অতিবাহিত করেই পদত্যাগ করতে হলো তাকে।


আরো সংবাদ



premium cement