কুর্দিদের সাথে আলোচনায় নিমরাজি দামেস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ অক্টোবর ২০১৯, ১০:১৮
ওয়াশিংটনের ‘দোসর’ আখ্যা দিয়ে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দামেস্ক। যদিও সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চলে কুর্দি সমর্থিত এ বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের বিরোধিতা করেছে।
সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ বৃহস্পতিবার বলেছিলেন যে, কুর্দি-নেতৃত্বাধীন যোদ্ধারা ‘তাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে’।
গেল সপ্তাহের শুরুতে এসডিএফের একজন শীর্ষ কর্মকর্তা বলেছিলেন যে, তুরস্কের অভিযান বন্ধ করতে এবং মার্কিন সেনা প্রত্যাহারের ফলে যে নিরাপত্তা শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের জন্য তারা সিরিয়ার সরকার ও রাশিয়ার সাথে আলোচনা করতে চায়। সূত্র : মিডল ইস্ট আই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা