১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইরাকের প্রধানমন্ত্রীর সাথে সৌদি যুবরাজের বৈঠক

-

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির সঙ্গে বৈঠক করেছেন। তিনি আলোচনায় সৌদি আরবের তেল স্থাপনায় হামলার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। সৌদি আরবে ওই হামলার জন্যে ওয়াশিংটন ইরানকে দায়ী করে। খবর এএফপি’র।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা জানায়, বৈঠকে আঞ্চলিক উন্নয়ন বিশেষ করে সৌদি তেল স্থাপনায় নাশকতামূলক হামলা নিয়ে আলোচনা করার পাশাপাশি রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে ইরাকের আগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় বৃহৎ তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনার ওপর হামলা চালানো হয়। এতে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর ওই হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়।

ইরান মদদপুষ্ট ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা এ হামলার দায়িত্ব স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় এ হামলায় ইরানের হাত রয়েছে। বাসস


আরো সংবাদ



premium cement