১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

মার্কিন নেতৃত্বাধীন নৌ-জোটে যোগ দিচ্ছে সৌদি আরব

মার্কিন নেতৃত্বাধীন নৌ-জোটে যোগ দিচ্ছে সৌদি আরব - ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নৌসীমা সুরক্ষায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নৌ-সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম সিকিউরিটি কনস্ট্রাক্টে যোগ দিয়েছে সৌদি আরব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে দাবি করা হয়। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হাউছিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে।

যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেই স্থানগুলো চিহ্নিত করার দাবি করে ওয়াশিংটন। ওই হামলা এবং হরমুজ প্রণালিতে ইরান ট্যাংকার আটকের পর যুক্তরাষ্ট্র নৌ-সামরিক জোটটি গড়ে তোলে। ইতোমধ্যে এই জোটে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন ও যুক্তরাজ্য।

গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালি অতিক্রমের সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’কে আটক করে ইরান। এরপর কূটনৈতিক চ্যানেলে তেহরানের ব্যাপক প্রচেষ্টার পর ১৫ আগস্ট জিব্রাল্টারের আদালতের নির্দেশে ইরানের সুপার তেল ট্যাংকারটি মুক্তি পেয়ে ভূমধ্যসাগর অভিমুখে যাত্রার প্রস্তুতি নেয়। এর এক দিনের মাথায় এটি জব্দ করতে পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হুমকি মাথায় নিয়েই শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যে নোঙর করে জাহাজটি।

সূত্র : আলআরাবিয়া


আরো সংবাদ



premium cement
ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে বিষপ্রয়োগে শহীদ করা হয়েছে : শামীম সাঈদী সব ধর্মের মানুষ এক হয়ে দেশকে গড়ে তুলতে পারে : আদিলুর রহমান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত নেতানিয়াহুকে বাঁচাতে আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিল পাস কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল : হার্মিসন মোংলা বন্দরে ভিড়ল ১৪২.৭০ মিটারের জাহাজ পুতিনের সাথে বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি-বিএসএফ মুখোমুখি প্রথম জয়ের জন্য ঢাকার পুঁজি ১৯৩ ফিলিপাইন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ভূ-রাজনীতির গতি-প্রকৃতি ও মুসলিম বিশ্ব

সকল