২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সুয়েজ খাল অতিক্রম করে ইরানের পথে মার্কিন রণতরী

- ছবি : সংগৃহীত

ইরানকে হুশিয়ার করতে যুক্তরাষ্ট্রের পাঠানো বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মিসরের সুয়েজ খাল অতিক্রম করেছে। চলমান উত্তেজার মধ্যেই রণতরীটি ভূমধ্যসগার থেকে সুয়েজ খাল পাড়ি দিয়ে লোহিত সাগরের দিকে গেছে।

বৃহস্পতিবার এটি মিসরের মধ্যে দিয়ে প্রবাহিত সুয়েজ খাল হয়ে ইরানের উদ্দেশ্যে চলে গেছে বলে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, এই এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি বার্তা হিসেবে পাঠানো হচ্ছে।

সোমবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শানাহান বিমানবাহী রণতরী পাঠানোর অনুমোদন দেন। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্য রয়েছে যে ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনা করছে ইরান। তাই ইরানকে চাপে রাখতে এই যুদ্ধবিমানবাহী রণতরী পাঠানো হল।


আরো সংবাদ



premium cement