২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ইয়েমেনে জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু

ইয়েমেনে জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু - ছবি : সংগৃহীত

ইয়েমেনে জোড়া লাগানো জমজ নবজাতক শনিবার সানায় মারা গেছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। রাজধানীতে বিদ্রোহীদের অবরোধের কারণে তাদের বিদেশে পাঠানো সম্ভব হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই সপ্তাহ আগে সানার বাইরে আব্দেলখালেক ও আব্দেলরহিম জন্মগ্রহণ করে। শিশু দুটির দেহ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের একটি কিডনী ছিল। তবে তাদের হৃৎপিণ্ড ও ফুসফুস আলাদা ছিল।
সানার আল-তাওরা হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. ফয়সাল আল-বাবিলি বলেন, তার হাসপাতালে নবজাতক শিশু দুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র ও চিকিৎসা সরঞ্জামাদি নেই। তারা বুধবার শিশু দুটিকে জরুরি চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

হুতি বিদ্রোহীরা এই মৃত্যুর জন্য রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ী করেছে।
শনিবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, জোট বাহিনী ‘শিশুদের বিদেশে পাঠানোর জন্য বিমানবন্দর খুলতে রাজি হয়নি।’
এদিকে বুধবার রাতে সৌদি আরবের কিং সালমান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রধান আব্দুল্লাহ্ আল-বাহিয়াহ্ বলেন, তার একটি চিকিৎসক দল শিশু দুটির চিকিৎসা দিতে প্রস্তুত ছিল।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
উজিরপুরে ডা: শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জাতিসঙ্ঘ মহাসচিব মার্চের মাঝামাঝি ঢাকা সফর করবেন অভয়নগরে হাসপাতালে এক দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ সারাদেশে সহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন ববির সাদিয়া রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সাধারণ সম্পাদক ইফতেখার ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বোন ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার গলাচিপায় ভাতিজা খুনের ৪ আসামি পাবনায় গ্রেফতার রেকর্ড গড়ার পর কিছুটা কমলো স্বর্ণের দাম রংপুরে সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা হারুনসহ গ্রেফতার ১৬

সকল