টেলিযোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল সৌদি আরব
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩
নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সৌদি আরব। এই প্রথমবারের মতো দেশটি টেলিযোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। বুধবার ফ্রান্সের গায়না স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এক রিপোর্টে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
জানা গেছে সৌদি আরবের প্রথম এই টেলিযোগাযোগ স্যাটেলাইটের ওজন সাড়ে ছয় টন। ২০ বছরের বেশি সময় ধরে মহাকাশে থাকবে স্যাটেলাইটটি।
দেশটির টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সেবা এখন থেকে এই স্যাটেলাইটের মাধ্যমে দেয়া সম্ভব হবে। তবে নিজেদের ব্যবহারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপ ও আফ্রিকার অন্যান্য অংশ এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের কাছেও স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহার করা যাবে।
এছাড়াও সৌদির প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও সরবরাহ করবে এই স্যাটেলাইট। মার্কিন মহাকাশ সামগ্রী ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন সৌদির এই প্রথম স্যাটেলাইট তৈরি করেছে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা