২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সারা দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন প্রক্রিয়া শুরু

-

সারা দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শেষে এখন ভোটার তালিকা প্রণয়ন ও জেলাপর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শুরু হয়েছে। গত ২৬ নভেম্বর সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের কমিটি গঠন হয়েছে। অন্যান্য জেলাতেও ফোরামের সম্মেলন ও কমিটি গঠনের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন জেলায় সম্মেলনের মাধ্যমে ফোরামের কমিটি গঠন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে আইনজীবী নেতারা জানিয়েছেন।

গত ৩ নভেম্বর থেকে সারা দেশে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে গত ১৬ নভেম্বর শেষ হয়। তবে এখনো যারা সদস্য হতে পারেননি তারা ভোট হওয়ার তিন দিন আগে সদস্য হতে পারবেন বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন জানান।

এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনজীবী ফেরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। এখন থেকে বিভিন্ন জেলায় কমিটি গঠন শুরু হবে। তবে এখনো যারা সদস্য হতে পারেননি তারা ভোট হওয়ার তিন দিন আগেও সদস্য হতে পারবেন। তিনি বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই আমরা বিভিন্ন জেলায় ফোরামের কমিটি গঠন করব। প্রতি জেলায় আমরা নির্বাচন করব। যেখানে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা যাবে না, সেখানে আমরা ব্যালটের মাধ্যমে নিরপেক্ষভাবে কমিটি করব, যাতে কোনো রকম পকেট কমিটি না হয় সে দিকে আমরা দৃষ্টি রাখব।

বিএনপির আইন সম্পাদক ও আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল এ বিষয়ে বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করার পর এখন বিভিন্ন জেলা বারে সদস্যদের সমন্বয়ে ভোটার তালিকা ও সংশ্লিষ্ট বারে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করছি। ইতোমধ্যে কয়েকটি বারে কমিটি গঠন করা হয়েছে। কিছু কিছু জেলা বারে আইনজীবী সমিতির নির্বাচন থাকায় আপাতত ওই সব বারে কমিটি গঠন করতে পারছি না।

এ ছাড়া ডিসেম্বর মাসে শীতকালীন ছুটি রয়েছে। তারপরও আমাদের প্রচেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব দেশের সব জেলায় নির্বাচনের মধ্যমে কমিটি গঠন করব। আইনজীবীদের সংগঠিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করব।

এ বিষয়ে আইনজীবী ফোরামের সদস্য অবদুল্লাহ আল মাহবুব বলেন, ঢাকা বিভাগ বাদে সারা দেশে ৭৮টি বারে যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হয়েছেন তাদের তথ্য আমাদের কাছে এসেছে। গত ২৬ নভেম্বর সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন হয়েছে। অন্যান্য জেলায়ও সম্মেলনের মধ্যদিয়ে কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন আইনজীবী ফোরাম আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে, সদস্যসচিব ফজলুর রহমানের নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি, সিনিয়র আইনজীবী

এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নেতৃত্বে সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে ঢাকা বিভাগে,সানা উল্লাহ মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে খুলনা বিভাগে এবং আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দেন।


আরো সংবাদ



premium cement