২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘আসামিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ’

-

ফেনীর আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের রায় হয়েছে বৃহস্পতিবার। মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের জন্য সকাল ১০ টা ৫৭ মিনিটে মামলার সব আসামিকে ফেনী নারী ও শিশু ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

এদের মধ্যে মামলার অন্যতম আসামী কামরুন্নাহার মনিও ছিলেন, যিনি নুসরাত হত্যার সময় গর্ভবতী ছিলেন এবং পরে কারাগারে সন্তান প্রসব করেন। তিনি কাঠগড়ায় আসেন তার শিশু সন্তানকে কোলে নিয়েই।

১১টা ৫মিনিটে বিচারক মামুনুর রশীদ এজলাসে এলে রায় ঘোষণার কার্যক্রম শুরু করেন। শুরুতে তিনি আসামীদের উপস্থিতি নিশ্চিত করেন এবং বলেন, ‘মিডিয়ার কারণেই বিশ্ব জানতে পেরেছে যে নুসরাত নামের একটি লড়াকু মেয়ে কীভাবে নিজের সম্ভ্রমের জন্য লড়াই করেছে।ৎ

‘আসামিরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে’ বলেও উল্লেখ করেন বিচারক।

১৬ আসামি হলেন—সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা(বরখাস্ত), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।

আরো পড়ুন:

নুসরাত হত্যায় ১৬ জনের ফাঁসির আদেশ


আরো সংবাদ



premium cement