মিন্নির জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ আগস্ট ২০১৯, ১৬:১০
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: সারোয়ার হোসাইন বাপ্পী রায়ের পর বলেন, আমরা হাইকোর্টের আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
সারোয়ার হোসাইন বাপ্পী বলেন, মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। সে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন আদালত। যেহেতু সে মহিলা এবং তার বাবার জিম্মায় থাকবে, তাই তাকে জামিন দেয়া হয়েছে। তবে এ জামিনের সে অপব্যবহার করতে পারবে না এবং মিডিয়ার সাথে কথা বলতে পারবে না। কিন্তু জামিনের শর্ত অপব্যবহার করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবেন।
তিনি বলেন, মিন্নির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিলো। সে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলো সেখানে নিজেকে ষড়যন্ত্রকারী হিসেবে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। নয়ন বন্ডের সাথে মিন্নির ঘটনার আগে পরে ১৩ বার ফোনালাপও হয়েছে। যাই হোক, আদালত তবুও তাকে জামিন দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা