০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

দামি হোটেলগুলোয় ভোক্তা অধিকার সুরক্ষা নিয়ে হাইকোর্টের উদ্বেগ

-

দামি হোটেলগুলোয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রে দাম বেঁধে দেয়ার কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকায় ভোক্তা অধিকার সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক রিটের শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ উদ্বেগ প্রকাশ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

রিটটির শুনানিকালে উদ্বেগ দেখিয়ে আদালত বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান আজ ১৬০ টাকা রাখা হচ্ছে। ভবিষ্যতে এ দাম আরো বাড়ানো হবে। এক্ষেত্রে দাম বেঁধে দেয়ার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। সেক্ষেত্রে ভোক্তার সুরক্ষা কোথায়? ভোক্তার ন্যায্য অধিকার প্রতিফলিত হওয়ার সুযোগ এখানে কোথায়?’

এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের আইনজীবী ইউসুফ আলী আদালতে ভারতের একটি মামলার রায় তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, হোটেলগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট দাম নির্ধারণ প্রযোজ্য হবে না।’

তখন আদালত প্রশ্ন রাখেন, তাহলে ভোক্তা কিভাবে তার ন্যায্য অধিকার এখন থেকে পেতে পারে?

এরপর আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত শুনতে চান বলে জানান। পাশাপাশি আদালত রিটকারী আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে বিষয়টির ওপর মতামত নেয়ার পরামর্শ দেন।

আদালত আরো বলেন, ভোক্তার অধিকারের বিষয়ে আমরা একটি সুনির্দিষ্ট সমাধান চাই। এজন্য আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ রাখা হলো।

প্রসঙ্গত, এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের মূল্য বেশি রাখায় এক ভোক্তার করা মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করে হোটেল কর্তৃপক্ষ। সে রিটের শুনানি নিয়ে আদালত তাদের কাছে গত ৫ মে ব্যাখা দিতে নির্দেশ দেন। যার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রিট সংক্রান্ত মামলার নজির তুলে ধরে শুনানি করেন।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেফতার যে কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুজিবুর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস

সকল