০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

দামি হোটেলগুলোয় ভোক্তা অধিকার সুরক্ষা নিয়ে হাইকোর্টের উদ্বেগ

-

দামি হোটেলগুলোয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রে দাম বেঁধে দেয়ার কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকায় ভোক্তা অধিকার সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক রিটের শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ উদ্বেগ প্রকাশ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

রিটটির শুনানিকালে উদ্বেগ দেখিয়ে আদালত বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান আজ ১৬০ টাকা রাখা হচ্ছে। ভবিষ্যতে এ দাম আরো বাড়ানো হবে। এক্ষেত্রে দাম বেঁধে দেয়ার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। সেক্ষেত্রে ভোক্তার সুরক্ষা কোথায়? ভোক্তার ন্যায্য অধিকার প্রতিফলিত হওয়ার সুযোগ এখানে কোথায়?’

এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের আইনজীবী ইউসুফ আলী আদালতে ভারতের একটি মামলার রায় তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, হোটেলগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট দাম নির্ধারণ প্রযোজ্য হবে না।’

তখন আদালত প্রশ্ন রাখেন, তাহলে ভোক্তা কিভাবে তার ন্যায্য অধিকার এখন থেকে পেতে পারে?

এরপর আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত শুনতে চান বলে জানান। পাশাপাশি আদালত রিটকারী আইনজীবীকে জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে বিষয়টির ওপর মতামত নেয়ার পরামর্শ দেন।

আদালত আরো বলেন, ভোক্তার অধিকারের বিষয়ে আমরা একটি সুনির্দিষ্ট সমাধান চাই। এজন্য আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ রাখা হলো।

প্রসঙ্গত, এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্প্রাইটের মূল্য বেশি রাখায় এক ভোক্তার করা মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করে হোটেল কর্তৃপক্ষ। সে রিটের শুনানি নিয়ে আদালত তাদের কাছে গত ৫ মে ব্যাখা দিতে নির্দেশ দেন। যার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রিট সংক্রান্ত মামলার নজির তুলে ধরে শুনানি করেন।


আরো সংবাদ



premium cement
বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায় নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুই দলকে দেখছেন পন্টিং-শাস্ত্রী জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

সকল