সুবর্ণচরে গণধর্ষণ : প্রধান আসামির আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ মার্চ ২০১৯, ১২:৩৮
তথ্য গোপন ও আদালতকে বিভ্রান্ত করায় নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলার প্রধান আসামি মো: রুহুল আমিনের আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।
আজ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি মো: রুহুল আমিনের আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে কেন আদালত অবমাননার শাস্তি দেয়া হবে না তা জানতে চেয়ে বুধবার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৫ মার্চ আইনজীবী আশেক-ই-রসুলের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের মামলার প্রধান আসামি মো: রুহুল আমিনকে গত ১৮ মার্চ এক বছরের জামিন দেন হাইকোর্ট। কিন্তু ওই জামিনে আদালতকে বিভ্রান্ত করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সংশ্লিষ্ট আদালতকে অবহিত করেন।
এরপর গত ২৩ মার্চ শনিবার ছুটির দিনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ তাদের চেম্বার কক্ষে জামিনের আদেশটি রিকল করেন এবং জামিন আদেশ বাতিল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা