২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত : দৌলতদিয়া ঘাটে কয়েক শত যানবাহন আটকা

-

পদ্মা নদীতে তীব্র স্রেতের কারণে গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে শনিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের অতিরিক্ত পড়েছে। এ ছাড়া এ রুটের ফেরিগুলোও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে করে যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস ও অন্যান্য সূত্রে জানা যায়, গত কয়েক দিনে পানি বৃদ্ধি পেয়ে পদ্মা-যমুনা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড স্রোতের বিপরীতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এ অবস্থায় শনিবার ভোররাত ৪টা থেকে কর্তৃপক্ষ শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় খানজাহান আলী, চন্দ্রমল্লিকা, সন্ধ্যামালতি নামে তিনটি ফেরি নদীর স্রোতের সাথে কুলিয়ে উঠতে না পেরে চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া চলাচলরত ফেরিগুলো স্বাভাবিক সময়ের চেয়ে নদী পারাপারে প্রায় দ্বিগুণ সময় লাগাতে কমে গেছে ফেরির ট্রিপ সংখ্যা। এ রুটের ফেরিও চলছে মাত্র ১৩টি। এ অবস্থায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের যানবাহনগুলো দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আসতে থাকায় উভয় ঘাট এলাকায় বাড়তি চাপে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা যায়, গতকাল রোববার সন্ধ্যানাগাদ দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া কেকেএস সেফ হোম পর্যন্তÍ অন্তত তিন কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ঘাট এলাকার আড়াই কিলোমিটার ফোর লেন সড়কের বাম পাশে অন্তত তিন শতাধিক বিভিন্ন যানবাহন আটকে থাকতে দেখা যায়। এ সময় একাধিক বাস চালক অভিযোগ করেন, দীর্ঘ সময় সিরিয়ালে আটকা থেকে তারা অনেক ভোগান্তি পোহাচ্ছে।
বরিশাল থেকে আসা ঢাকাগামী শাকুরা পরিবহনের সুপার ভাইজার রবিউল ইসলামে সাথে কথা হয় বিকেল ৪টার দিকে। তিনি অভিযোগ করেন, আমি প্রায় এক ঘণ্টার ওপর দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আরো শত শত গাড়ি সিরিয়ালে আছে। কিন্তু অনেক এসি ও ননএসি গাড়ি আমাদের পাশ দিয়ে দ্রুত বেগে ঘাটের দিকে চলে যাচ্ছে। তারা দালাল ও পুলিশকে ম্যানেজ করে এভাবে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, রুটে ১৩টি ফেরি চলছে। কিন্তু তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর ট্রিপে অতিরিক্ত সময় লাগায় ঘাট এলাকায় যানবাহনের সিরিয়ালের সৃষ্টি হয়েছে। এর সাথে বন্ধ থাকা শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের বাড়তি যানাবহন আসায় সমস্যা আরো বেশি হচ্ছে। এ ছাড়া তীব্র স্রোতের সাথে কুলিয়ে উঠতে না পারায় খানজাহান আলী, চন্দ্রমল্লিকা, সন্ধ্যামালতি নামে তিনটি ফেরি বসা আছে। তবে মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন জানান, চালকদের অভিযোগ সঠিক নয়। মাঝখান থেকে কখনো কোনো চালক সিরিয়াল ভেঙে সামনে চলে এলেও পুলিশ বক্সের সামনে তাদের আটকে মামলা দিয়ে আবার পেছনে পাঠিয়ে দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল