২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

থার্মাল স্ক্যানার অচল, বেনাপোলে হ্যান্ড থার্মোমিটার দিয়ে চলছে করোনা পরীক্ষা

- সংগৃহীত

বেনাপোল ইমিগ্রেশনে এখনও অচল রয়েছে ডিজিটাল থার্মাল স্ক্যানার। ফলে হ্যান্ড থার্মোমিটার দিয়েই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন কর্মকর্তারা। এদিকে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট এলাকায় রেড এলার্ট জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

করনোভাইরাস শনাক্তকরণ একমাত্র ডিজিটাল থার্মাল স্ক্যানারটি অচল থাকায় বিপাকে পড়েছেন মেডিকেল টিমের কর্মকর্তারা। দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীসহ ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপারদের শুধুমাত্র হ্যান্ড থার্মোমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা।

জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ২৯ হাজার, অন্যান্য দেশের ৪০০ জন। 

বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত মেডিকেল টিমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম জানান, ভারত থেকে আসা ২৫ জন ট্রাক ড্রাইভার ও হেলপারাদের দেহে তাপমাত্রা বেশি পাওয়ায় পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়েছে। করোনাভাইরাস শনাক্তকরণ একমাত্র ডিজিটাল থার্মাল স্ক্যানার অচল থাকায় পাসপোর্ট যাত্রী, ট্রাক ড্রাইভার ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা কিছুটা সমস্যা হচ্ছে। তবে হ্যান্ড থার্মোমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে নেয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছেন  থার্মার স্ক্যানার নষ্টের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন বলেন, বেনাপোল চেকপোস্টে ডিজিটাল থার্মাল স্ক্যানার অচল থাকায় স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা হচ্ছে, তারপরও হ্যান্ড থার্মোমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করি ২-৩ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সকল