কুষ্টিয়ায় জামায়াতের ২৬ কর্মীকে আটক করেছে পুলিশ
- কুষ্টিয়া সংবাদদাতা
- ০৪ মার্চ ২০২০, ২০:৪৯
কুষ্টিয়ার চৌড়হাস ক্যানাল পাড়া এলাকা থেকে একজন পুরুষসহ ২৬ নারীকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে ক্যানেলপাড়া এলাকার মাহাবুবুর রহমানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃকতদের কাছ থেকে কিছু নগদ টাকা, মোবাইল, সিডি এবং বিভিন্ন ধরনের ধর্মীয় বই জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটককৃতরা সবাই জামায়াতে ইসলামীর কর্মী। তারা নাশকতার পরিকল্পনা করছিলো বলে ধারণা পুলিশের।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন যে, নাশকতার উদ্দেশ্যে জামায়াতের কিছু নারী কর্মী চৌড়হাস ক্যানাল পাড়া এলাকার মাহাবুবের বাড়িতে গোপনে বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির মালিক মাহাবুবুরসহ জামায়াতের ২৬ জন নারী কর্মীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।