৩৯ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ তিনজন আটক
- খুলনা ব্যুরো
- ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১
খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকা থেকে দুপুর দেড়টার দিকে ৩৯ লাখ টাকার জাল টাকাসহ এসএম মামুনকে (৪৩) আটক করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় মামলা করা হবে। মামুন বাগেরহাট জেলার সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার রাতে মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয় বোতলে রিফিলিং কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেসিং পেপার জব্দ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা