দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই ১০ লাখ টাকার পান
- নড়াইল সংবাদদাতা
- ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫
নড়াইলের নড়াগাতি থানায় দুর্বৃত্তদের আগুনে পানের বরজ পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মাউলি ইউনিয়নের গন্ধবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক প্রভাস দাসের (৫৫) পানের বরজে আগুন দেয় দুর্বৃত্তরা। ভূক্তভোগী কৃষক প্রভাস অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার গভীর রাতে আমার পানের বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আমার ৩০ শতক জমির সব পান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।
বুধবার দুপুরে প্রভাস দাসের পান বরজে সরেজমিন পরিদর্শনে যাওয়া সাংবাদিকদের কাছে পেয়ে মাটিতে গড়িয়ে কাঁদতে থাকেন প্রভাসের স্ত্রী বন্দনা দাস। তিনি বলেন, শত্রুরা আমাদের সব শেষ করে দিয়েছে। বুধবার আমাদের বরজের পান তুলে বাজারে বিক্রি করার কথা ছিল। এজন্য তিনজন কাজের লোকও আমরা ঠিক করেছিলাম। শত্রুতার জন্য আমরা পথের ফকির হয়ে গেলাম।
প্রভাস জানান, এর আগে গত ১০ জানুয়ারি রাতেও এই পানের বরজের একাংশে আগুন দিয়েছিল শত্রুরা। তিনি অভিযোগ করেন, ২০১৯ সালের ২ ডিসেম্বর গন্ধবাড়িয়া গ্রামের কয়েকজন তাদের (প্রভাস) পরিবারের সদস্যদের হাত-পা কেটে হত্যার হুমকি দেয়। এ সময় পান বরজ ও বরজের ভেতরের মেহগনি গাছ কেটে ফেলারও হুমকি দেয় শত্রুরা। এ ঘটনায় গত বছরের ৪ ডিসেম্বর গন্ধবাড়িয়া গ্রামের নন্দপাল (৬০), অসিত পাল (৬০), সঞ্জয় দাস (৫০), সুব্রত দাস (৩০), উদয় দাস (৫৫), সমীর দাস (৪৫), কৃষ্ণ দাস (৪৫) ও হারান দাসের (৪০) নামে নড়াগাতি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন প্রভাস। কিন্তু এবার আগুন দিয়ে বরজের সব পান পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গন্ধববাড়িয়া গ্রামের আরেক চাষি সুনীল দাস (৬২) বলেন, এমন অমানবিক ঘটনা মেনে নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশের গ্রাম ইসলামপুরের গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী বলেন, এ ধরণের অপরাধ মেনে নেয়া যায় না। আমরা তাদের শাস্তি দাবি করছি।
স্থানীয় ইউপি মেম্বার জাকারিয়া শেখ বলেন, প্রভাস দাসের পানের বরজে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ক্ষতিগ্রস্ত প্রভাস দাদাকে সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। গ্রাম্য শত্রুতার কারণে এ ধরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা