২১ দিন পর নিহত বাংলাদেশীর লাশ ফেরৎ দিল বিএসএফ
- মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা
- ২৫ নভেম্বর ২০১৯, ১৬:৫৬
২১ দিন পর বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী আব্দুর রহিমের লাশ ফেরৎ দিল ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পলিয়ানপুর বিজিবি ক্যাম্প এলাকার মেইন পিলার ৬০ এর নিকট বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত আব্দুর রহিমের লাশ ফেরৎ দেয় বিএসএফ।
এ সময় স্থানীয় চেয়ারম্যান-মেম্বর,সাংবাদিক,গন্যমান্য ব্যাক্তিসহ নিহতের আত্মীয়-স্বজনারা উপস্থিত ছিলেন। বিএসএফ’র কাছ থেকে মরদেহ গ্রহনের পর মহেশপুর থানা পুলিশ লাশটি তার স্বজনদের নিকট হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে ভোর রাতে ভারতের নদীয়া জেলার ধানতলা থানাধীন খয়রামারী নারায়নপুর নামক স্থানে বিএসএফ’র গুলিতে নিহত হন বাউলী গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (৪২)। ভারতের ৯৯ ব্যাটালিয়নের নারায়নপুর বিএসএফ জোয়ানরা তাকে গুলি করে হত্যা করে।