ডুমুরিয়ায় আইসিটি প্রশিক্ষণ শেষে আলোচনা ও সনদ বিতরণ
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ১৮ নভেম্বর ২০১৯, ১৮:৩১
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’ এর পরিচালনায় ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে আলোচনা সভা ও শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২টায় ডুমুরিয়া ইউটিটিআরসিই ভবনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি প্রোগ্রামার আবু হুরায়রা।
সনদ বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি, দক্ষতা ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলে তারা দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠবে। এ ধরণের প্রশিক্ষণে সারাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এইচএমপিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষক শেখ মোশারফ হোসেন, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রশিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, ডুমুরিয়া কলেজের প্রভাষক ও প্রশিক্ষক সব্যসাচী বৈরাগী, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহকারি সুপারিনটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, সহাকারি শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল।
প্রশিক্ষণে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহকারি সুপারিনটেনডেন্ট ও দৈনিক নয়াদিগন্ত-এর প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জী প্রথম, সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আতাউল্লাহ ২য় এবং তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুর রহমান ৩য় স্থান অধিকার করেন। প্রশিক্ষণে খুলনা, ডুমুরিয়া ও বটিয়াঘাটার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা