মাগুরায় সিএনজিচাপায় সাবেক সরকারি কর্মকর্তা নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৫৩
মাগুরা শহরতলীর পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে সোমবার সকালে সিএনজিচাপায় টেলিফোন বিভাগের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান মোহাম্মাদপুর উপজেলার জোকা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। টেলিফোন বিভাগের সাবেক এই রাজস্ব পরিদর্শক দীর্ঘ দিন ধরে পারনান্দুয়ালী গ্রামে বসবাস করে আসছেন।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে শহরে যাওয়ার জন্য মাহবুবুর পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে চাপা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি।