দলের নাম ভাঙ্গিয়ে অনেকে টাকার পাহাড় গড়েছেন : এমপি ছেলুন জোয়ার্দ্দার
- হুসাইন মালিক, চুয়াডাঙ্গা
- ০৩ অক্টোবর ২০১৯, ২০:১৯, আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ২১:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশর টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্যের স্বীকৃতি স্বরুপ জাতিসংঘের সদর দপ্তরে ‘ভ্যাকসিন হিরো ও চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার পাওয়ায় জনসভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে স্থানীয় বড় বাজার শহীদ হাসান চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর-্এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ যুবলীগ-ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।
সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি বলেন, সারা দেশে প্রতিটি শিশুকে ঘরে ঘরে গিয়ে টিকা দেয়া অতো সহজ কাজ ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এ কাজ সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গা এক সময় রক্তাক্ত সন্ত্রাসের জনপদ ছিল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই এ অঞ্চলের সব সন্ত্রাসী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, দলের নাম ভাঙ্গিয়ে অনেকে টাকার পাহাড় গড়েছেন। তিনি নেতা-কর্মীদের হুশিয়ারী করে দলে বিভেদ সৃষ্টিকারীদের প্রতিহত করার ঘোষণা দেন।
জনসভায় পৌরসভার মেয়র, উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানরাসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা