আ’লীগের কমিটি নিয়ে দু’গ্রুপের ব্যাপক উত্তেজনা, সম্মেলন স্থগিত
- তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ১৭ জুন ২০১৯, ২১:৫৯
তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে কর্মীদের তোপের মুখে অবরুদ্ধ নেতৃবৃন্দ পুলিশ পাহারায় সম্মেলন স্থল ত্যাগ করে চলে যান। বিষয়টি তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, আজ সোমবার বিকেলে মাধাই নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছয়, সাত, আট ও নয় নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশনের শুরুতে বোর্ড গঠন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান মির্জার সাথে উপজেলা আওয়ামী লীগের মতপার্থক্য দেখা দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সম্মেলন স্থগিত করা হয়। এতে বিক্ষুব্ধ কর্মীরা নেতাদের অবরুদ্ধ করে রাখেন।
পরে পুলিশ পাহারায় অবরুদ্ধ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু হাসান মির্জাসহ উপস্থিত নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন।
এবিষয়ে উপজেলা আ’লীগের সভাপতি মো. আব্দুল হক বলেন, নেতা কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে আলোচনা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।