মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২০ মে ২০১৯, ২০:৫৮
সাতক্ষীরার কালিগঞ্জে মোবাইল ফোন না দেয়ায় পিতা-মাতার উপর অভিমান করে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে শারমিন সুলতানা (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার শারমিন সুলতানার পিতা একটি মোবাইল ফোন কিনে আনেন। এসময় পিতার কাছে ওই মোবাইলটি দাবি করে শারমিন সুলতানা। কিন্তু তার পিতা মোবাইল ফোনটি শারমিনকে না দিয়ে ছেলেকে দেন। এঘটনায় শারমিন সুলতানা অভিমান করে রাত ১০ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তার ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দিলে উপ-পরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা