১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বেনাপোল সীমান্তে ১০ হাজার মার্কিন ডলারসহ যাত্রী আটক

- ছবি : সংগৃহীত

 যশোরের বেনাপোল সীমান্ত থেকে মঙ্গলবার সাড়ে ১১টায় ১০ হাজার মার্কিন ডলারসহ ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক পাসপোর্ট যাত্রীর নাম কবির মাতব্বর (৪১)। সে ফরিদপুর মালি গ্রামের মুনসুর মাতব্বরের ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসিএসি)জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমান ডলার নিয়ে এক পাসপার্ট যাত্রী ভারতে যাচ্ছে। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শহিদ মিয়ার নেতৃত্ব বিজিবি সদস্যরা ভারতে প্রবেশকালে কবির মাতব্বরকে আটক করে।

তার কাছ থেকে জব্দ করা হয় ১০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় ৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

জব্দকৃত ডলারসহ আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement