২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

সাতক্ষীরায় বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষণ ও গৃহবধূর আত্মহত্যা

- সংগৃহীত

শ্যামনগরে ১৯ বছরের এক বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক আব্দুল গফ্ফারকে (৫৬) আটক করেছে।

শনিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল গফ্ফার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা চন্ডীপুর গ্রামের মৃত গহর আলী গাইনের ছেলে।

এ ঘটনায় ধর্ষিতার মা আকলিমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও ধর্ষিতার স্বজনরা জানায়, গাড়ি চালক আব্দুল গফফার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পিছনে একটি সরকারি কোয়ার্টারে একা থাকতেন। শনিবার দুপুরে তার বাড়ি থেকে সেখানে ভাত নিয়ে যায় বাকপ্রতিবন্ধী ওই যুবতী। এ সময় একা পেয়ে আব্দুল গফ্ফার তাকে ধর্ষণ করে।

ধর্ষিতা বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি পুলিশে খবর দেন। আব্দুল গফ্ফারকে আটক করে পুলিশ।

আব্দুল গফ্ফার পরিবার সূত্রে প্রকাশ, তাকে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতোমধ্যে আব্দুল গফ্ফারকে আটক করা হয়েছে। ধর্ষিতা বাক প্রতিবন্ধীকে রোববার ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হবে। তিনি আরো জানান, এ ঘটনায় ধর্ষিতার মা আকলিমা বেগম বাদী হয়ে ধর্ষক আব্দুল গফ্ফারকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

শ্যামনগরে ২ সন্তানের জননী আত্মহত্যা
শ্যামনগরের বাদুড়িয়া গ্রামে ২ সন্তানের জননী রোজিনা খাতুন (৩০) পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। সে ইটভাটার শ্রমিক আব্দুল খালেকের স্ত্রী।

রোজিনা খাতুনের পিতা নজরুল ইসলাম জানান, রোববার নিজ বাড়িতে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রোজিনা মৃত্যুবরণ করেন। তার জামাই ভিন্ন জেলায় ইটভাটা শ্রমিকের কাজ করে। মোবাইলে স্বামী-স্ত্রীর বিরোধে রোজিনা খাতুন অভিমান করে আত্মহত্যা করে। রোজিনা খাতুন এর ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ শ্যামনগর থানায় আনা হয়েছে।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল