সেলফ খুলতেই বের হলো কোটি টাকার স্বর্ণ
- শার্শা (যশোর) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৩
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক কোটি টাকার দুই কেজি (১৭টি বার) স্বর্ণসহ সাহাবুদ্দিন নামে একজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সাহাবুদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার মোবারকের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় পুটখালীর মসজিদবাড়ী বিজিবি পোস্ট থেকে একটি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পুটখালী ক্যাম্পে সাংবাদিকদের বলেন, নিজস্ব গোয়েন্দার মাধ্যমে সংবাদ পেয়ে মসজিদ বাড়ী বিজিবি পোস্টে অভিযান চালিয়ে সাহাবুদ্দিনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের সেলফ স্টার্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯শ’ ৯৯ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।
এই স্বর্ণের মালিক কে এ প্রশ্নে সিও ইমরান উল্লাহ সরকার বলেন, ধৃত আসামির নিকট থেকে কোন তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।